শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২০:০২

চাঁদপুর পৌর ১নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা

আমাদের লক্ষ্য ধানের শীষকে বিজয়ী করা

.....বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার

স্টাফ রিপোর্টার।।
আমাদের লক্ষ্য ধানের শীষকে বিজয়ী করা
চাঁদপুর-৩ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে পুরাণবাজারে নির্বাচনী গণসংযোগ করছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার ও বিএনপি নেতা কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীবৃন্দ।

চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ভোট চেয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার পৌর ১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালানো হয়।

পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে জুমার নামাজ শেষে এ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা বিএনপির সদস্য সোলায়মান রহমান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াকুব বিন সায়েদ লিটন প্রমুখ।

এ সময় তাঁরা মসজিদের মুসল্লি, পথচারী, ব্যবসায়ী এবং এলাকাবাসীর মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীরা চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার বলেন, এদেশের সৃষ্টি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। আর ধানের শীষ এদেশের গণমানুষের অধিকারের প্রতীক। এই ধানের শীষ প্রতীক ছিলো জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচন করছেন। সেই প্রতীকে আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন করছেন। তাই আমাদের সামনে একটাই লক্ষ্য, চাঁদপুর-৩ আসনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা এবং তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যেমনিভাবে মহান স্বাধীনতা এসেছে, তেমনিভাবে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে ২০২৪-এর গণঅভ্যুত্থান সফল হয়েছে। তাই আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে গণমানুষের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে, সংস্কার হলে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, দেশ উন্নত হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা করবেন; এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ১৯ তফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন, তেমনিভাবে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করবেন। সারাদেশে ধানের শীষের মার্কার গণজোয়ার উঠেছে। চাঁদপুর-৩ আসনেও ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব শেখ আহমেদ মানিকের নেতৃত্বে নতুন প্রজন্মের প্রত্যাশা ও স্বপ্নের চাঁদপুর বিনির্মাণ হবে।

নির্বাচনী প্রচারণায় চাঁদপুর পৌর ১ ও ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়