শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬

ইসলামী আন্দোলনের বিজয় দিবস র‍্যালি

স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলনের বিজয় দিবস র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুরের আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইতুল আমীন চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

এ সময় ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, ইসলামী আন্দোলনের জেলা জয়েন্ট সেক্রেটারী শাহজামাল গাজী সোহাগ,

সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইন, সেক্রেটারী মাওলানা মুজিবুর রহমান, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী মোহাম্মদ শরিফ মৃধা, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

র‍্যালির শুরুতে চাঁদপুর বাস স্ট্যান্ড প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার আদর্শ ও বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

র‍্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর-৩ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়