বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২২:৩৮

চাঁদপুরে গণফোরামের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে দেশের জনগণ অপেক্ষমান

-----------অ্যাড. সেলিম আকবর

স্টাফ রিপোর্টার।।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে দেশের জনগণ অপেক্ষমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরে গণফোরামের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর কোর্ট চত্বর এলাকায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে গণফোরামের এমপি প্রার্থী ও জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

কর্মশালায় তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে দেশের জনগণ অপেক্ষমান। দেশে এখনো নির্বাচনের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বিশেষ করে একদিনে গণভোট ও নির্বাচন অত্যন্ত কঠিন কাজ। গণভোটের বিষয়বস্তু সম্পর্কে ভোটারদের সচেতন করা হয়নি।

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। কালো টাকা ও অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং কোনো দলীয় আনুগত্য না দেখায় তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

জেলা গণফোরণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা গণফোরণের সহ-সভাপতি অধ্যক্ষ মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আশরাফ বাবু সরকার, সদর থানার সহ-সভাপতি নাজিমুদ্দিন বেপারী, আবুল হাসান গাজী, জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খান, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টু, শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন মিয়াজী, জেলা মহিলা গণফোরামের সভাপতি অ্যাড. জেসমিন কবির, সাধারণ সম্পাদিকা শরীয়তুন্নেছা শিল্পী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়