বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০০:৫৯

চাঁদপুরে জামায়াত মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচন পর্যালোচনা সভা

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
চাঁদপুরে জামায়াত মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচন পর্যালোচনা সভা
ক্যাপশন:জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার দলীয় মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীদের নিয়ে নির্বাচন পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ আসনের প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দলীয় মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকধারী প্রার্থীদের নিয়ে একটি নির্বাচন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের নিউট্রাক রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী, জামাআতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাআতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন, মতলব উত্তর-দক্ষিণ আসনের প্রার্থী ডা. আবদুল মোবিন ও কচুয়া আসনের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশ্রাফি সভায় বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুনুর রশিদসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত। ডিসিকে / এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়