প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৯:৫১
গুপ্টি পূর্ব ইউনিয়নে নারী সমাবেশ ও উঠোন বৈঠক
বিএনপিই এদেশের নারীদের ভাগ্যোন্নয়নে প্রথম কাজ শুরু করে
......... বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির ধারক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময়ে নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রেখেছিলেন। যার ফলে আজ যেমন এ দেশের নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন, তেমনি নিজেদের আর্থসামাজিক কাজেও তারা ভূমিকা রাখতে পারছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মা-বোনরা যদি বিএনপির ৩১ দফাতে বিশ্বাস রেখে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে সমর্থন ব্যক্ত করেন, তবে অবশ্যই ৩১দফার ভিত্তিতে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা শুরু হবে। সকলের অধিকার নিশ্চিত করে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যার নেতৃত্ব দেবেন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের হরিসভা মন্দিরের সামনে এবং ডুমুরিয়া মোল্লা বাড়িতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ ও উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিগত সময়ে একটি প্রতিক্রিয়াশীল চক্র আমাদের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়কে জিম্মি বা ব্যবহার করেছে। কিন্তু বিনিময়ে তাদের কোনো উপকারে আসেনি। শ্রীকালিয়া হরিসভা মন্দিরে আসতে সড়কের দুর্দশাই তার প্রমাণ করে। বিএনপি ক্ষমতায় আসলে আর ফরিদগঞ্জ উপজেলায় ধানের শীষের বিজয় নিশ্চিত করলে অবশ্যই আপনাদের সকলের দাবি পূরণ হবে। এতোদিন যে যা-ই বলেছে, বিএনপির কাছে হিন্দু, মুসলিম সকল ধর্মের মানুষই নিরাপদ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য খলিলুর রহমান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদল নেতা শাওন পাঠান, যুবদল নেতা শফিকুল আমিন স্বপন প্রমুখ।







