শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ২১:০৮

মতলব উত্তরে ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশ

জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে শক্তিশালী গণতন্ত্রের জন্য কাজ করতে হবে

---তানভীর হুদা

মাহবুব আলম লাভলু।।
জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে শক্তিশালী গণতন্ত্রের জন্য কাজ করতে হবে

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে শক্তিশালী গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। বিএনপির হাই কমান্ড সারাদেশে দলীয় প্রার্থীর যে তালিকা প্রকাশ করেছে সেটা শুধুই সম্ভাব্য তালিকা। চূড়ান্ত তালিকা এখনো তৈরি করা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মতলবের তৃণমূলের মানুষ আপনারা আমার সাথে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন সেই বিশ্বাস আমার আছে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে বাগানবাড়ি আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ৩ তারিখে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর এই শান্ত মতলবকে অশান্ত করা হচ্ছে যা খুবই দুঃখজনক। দু উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য অপর প্রার্থী শুক্কুর পাটোয়ারী, ডা. সরকার শামীম এবং আমার ব্যানার, ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হচ্ছে। ছেংগারচর বাজারে বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। তিনি ড. জালালকে ইঙ্গিত করে বলেন, গত কয়েকদিনে এই মতলবে আপনি যা করছেন তাতে মনে হয় আগামী সপ্তাহেই হয়তো জাতীয় নির্বাচন। সবকিছুর মধ্যেই আপনি খুব তাড়াহুড়া করছেন। আপনার এবং আপনার লোকদের গত কয়েক দিনের কার্যক্রম খুবই দুঃখজনক।

তানভীর হুদা বলেন, ১৯৭৫ সালের এইদিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরদিনের জন্যে ধরে রাখা। সেজন্য একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়।

বাগানবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিতে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু ছৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজুল, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন কবির প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়