মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২১:৫১

শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (২৬ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় 'শ্রমিক, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার' স্লোগানে একটি র‌্যালি বের করেন দলের নেতাকর্মীরা। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে ভানুগাছ সড়কস্থ একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় মিলিত হয়।

গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, মৌলভীবাজার-৪ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন, মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি নাহিদা খানম, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের যুব ও ক্রীড়া সম্পাদক মো. আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতা নূর হোসেন ও রায়হান আহমেদ, ডা. শেখ আনোয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদের নেতা জুবায়ের আহমেদ প্রমুখ।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুনকে নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়