প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ২১:২৪
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম হঠাৎ অসুস্থ
হাসপাতাল থেকে বাসায়

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাসায় আছেন।
|আরো খবর
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা জানিয়েছেন, বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে তিনি জেলা বিএনপির সভাপতির বাসার হল রুমে বিএনপির সাংগঠনিক মিটিংয়ে হঠাৎ অসুস্থতাবোধ করেন। পরে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন সেখানে উপস্থিত জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই। হাসপাতালের একাধিক চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে জরুরি কিছু পরীক্ষা করানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি না থেকে এখন নিজ বাসায় আছেন অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তবে বর্তমানে কিছুটা সুস্থ তিনি। মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।