প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১:৩৯
ছোটসুন্দর বাজারে লিফলেট বিতরণকালে মোস্তফা খান সফরী
কোনো ষড়যন্ত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো যাবে না

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন,
আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপির রাজনীতি করছি, আমরা অবশ্যই নীতি-আর্দশকে লালন করে এ দলের রাজনীতি করছি। তিনি আরো বলেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এ অবস্থায় দেশের জনগণ আগামীর নিরাপদ বাসযোগ্য দেশ হিসেবে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কাছে ব্যক্তি-গোষ্ঠী নয়, আমাদের কাছে সবচেয়ে বড়ো হচ্ছে দল ও দলের প্রতীক ধানের শীষ। তাই দলীয় মনোনয়ন দল যাকে দেয়, আমরা দলের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো। দেশের চলমান পরিস্থিতিতে আগামী নির্বাচনকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় কোনো ষড়যন্ত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কোনোভাবেই ঠেকানো যাবে না।
মোস্তফা খান সফরী সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দর বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী, সাবেক ছাত্রনেতা বশির পারভেজ, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ ভাট, রামপুর ইউনিয়ন বিএনপি নেতা কবীর সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, বিএনপি নেতা মোজাম্মেল মিজি, যুবনেতা মনির হোসেন খান খোকা, সোহাগ বকাউল, পাবেল খান, আহমেদ দর্জী, মো. পিন্টু খান, বাবুল হোসেন, গোলাম রাব্বানী মনির, মহসীন তপাদার, জিয়াউর রহমান সোহাগ, মো. শামীম, মাঈনুল ইসলাম, ছাত্রনেতা রাসেল আমাদের জনিসহ অন্য নেতৃবৃন্দ। এর আগে সকালে তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আনোয়ার হোসেন খান ও মিজানুর রহমান মিয়াজীর কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজীর আমন্ত্রণে তার বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পরে তিনি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর বাজারসহ কয়েকটি স্থানে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।