প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০১
ইসলামী ছাত্র মজলিসের শিক্ষা সভায় কেন্দ্রীয় সভাপতি মো. রায়হান আলী
আদর্শ কর্মী গঠনে প্রশিক্ষণ ও শিক্ষার কোনো বিকল্প নেই

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে এক ফলপ্রসূ শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কর্মীদের মাঝে ইসলামী দাওয়াত, আদর্শ জীবন গঠন, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সভাপতি আব্দুল্লাহ আল সিয়াম এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. রায়হান আলী। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শের আন্দোলন। আমরা চাই তরুণ সমাজ কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করুক এবং সমাজে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করুক। শিক্ষা সভা সেই আদর্শ কর্মী তৈরির প্রক্রিয়ারই একটি অংশ। তিনি আরও বলেন, ইসলামবিরোধী ধারা মোকাবেলায় আদর্শ ছাত্রদের এগিয়ে আসতে হবে। জ্ঞান, চরিত্র ও ত্যাগের সমন্বয়ে একজন ছাত্রই হতে পারে প্রকৃত পরিবর্তনের দূত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ছাত্র সমাজের ভেতর ইসলামী চেতনা ও নৈতিকতা জাগ্রত করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এই দায়িত্ব পালন করছে সুনামের সঙ্গে। তাদের এই প্রচেষ্টা আগামী দিনে জাতির জন্যে আলোকবর্তিকা হয়ে থাকবে। আলোচনা ও দোয়া সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানশেষে দেশের সার্বিক কল্যাণ, ইসলামী আন্দোলনের সাফল্য এবং ছাত্র মজলিসের অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া করা হয়।