বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২১:৪১

মতলবে ৩১দফা লিফলেট বিতরণে নারীদের নিয়ে উঠোন বৈঠকে এম.এ শুক্কুর পাটোয়ারী

তারেক রহমান আগামীর বাংলাদেশে নারীদের সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করবেন

রেদওয়ান আহমেদ জাকির।।
তারেক রহমান আগামীর বাংলাদেশে নারীদের সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করবেন

চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ.শুক্কুর পাটোয়ারী বলেছেন, ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিই প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে নারীদের জন্যে কর্মসংস্থান, শিক্ষা এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে নারী জাগরণের ভিত্তি স্থাপন করেন।’ আজ সেই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশে নারীদের সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করবেন।

তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে এবং সেই কার্ডের মালিক হবেন পরিবারের প্রধান মহিলা। এটি হবে নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের একটি বাস্তব প্রতীক। একই সঙ্গে নারীদের জন্যে সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি নারী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেলে বাইপাস রোড সংলগ্ন পানির ট্যাংক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ সরকার টিটু ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন প্রধান, আলমগীর হোসেন রতন, মজিবুর রহমান, জেলা যুবদলের সহ-সম্পাদক মো. আজিজ ঢালী, বিএনপি নেতা মো. নুরুল ইসলাম, মো. দিদার হোসেন, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজী, জেলা যুবদলের সদস্য শাহজাহান সিরাজ, যুবদল নেতা কাজী সুমন, নুর হোসেন, ইকবাল বেপারী, মিন্টু বেপারী, কাইয়ুম বেপারী, কালাম, ফয়সাল প্রধান, খোকা, কাউসার, নিশান, আক্তার হোসেন, নাজির হোসেন স্বপন, আল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. জুয়েল হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবীর হোসেন বাবু, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফেল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শিফাত, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী আহমেদ শাওন, পৌর ছাত্রদল নেতা ফরহাদ, আশিকুর রহমান, তানভীর জাবেদ, সিয়াম প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ ও সহস্রাধিক মহিলা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়