প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৭:০৮
লায়ন হারুনকে বিএনপির প্রার্থী করার দাবিতে মিছিল শেষে সমাবেশে বক্তারা
বিএনপির নেতাকর্মীদের ভরসার স্থল লায়ন হারুনকেই ধানের শীষের প্রার্থী হিসেবে ফরিদগঞ্জবাসী চায়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে বিএনপি তথা ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবি জানিয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এই মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা লায়ন হারুনুর রশিদের পক্ষে নানা স্লোগান দেন এবং তাঁকে আগামী নির্বাচনে বিএনপি’র প্রার্থী করার দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি অতীতে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মতো পরীক্ষিত ও জনপ্রিয় নেতাকেই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে এই আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেষ মুর্হূতে দলের প্রার্থী হয়ে মাত্র কয়েকদিনের পরিশ্রমের ফসল হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিয়েছিলেন। তারপর থেকে তিনি সর্বদা বিএনপির আপামর নেতাকর্মীদের আগলে রেখেছেন। আন্দোলন সংগ্রামে পাশে থেকে সাহস যুগিয়েছেন। তাই বিএনপির নেতাকর্মীদের ভরসার স্থল লায়ন হারুণকেই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আমরা তথা ফরিদগঞ্জবাসী চায়। তারা আরো বলেন, তৃণমূলের আকাঙ্ক্ষা অনুযায়ী লায়ন মো. হারুনুর রশিদকে প্রার্থী করা হলে দলের সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে এবং বিপুল ভোটে জয়লাভ করা সহজ হবে।
রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটোয়ারী, বিএনপি নেতা মশিউর রহমান রিপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।