বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৬:১৫

৫ দফা দাবি আদায়ে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর মানববন্ধন কর্মসূচি

স্টাফ রিপোর্টার ।।
৫ দফা দাবি আদায়ে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর মানববন্ধন কর্মসূচি
চাঁদপুরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমমনা ইসলামী রাজনৈতিক দলের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলো।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য ইসলামী দলগুলো পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাকসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সহকারী সেক্রেটারি মো. সবুজ খানসহ অন্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, "সরকার ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি প্রবর্তন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে এ দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”

জামায়াতে ইসলামীর দাবির প্রতি সংহতি জানিয়ে একই দাবিতে মানববন্ধন পালন করে বাংলাদেশ খেলাফত মজলিশ। সংগঠনটির পক্ষে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা মুফতি নূরে আলম, শহর সভাপতি মাওলানা আব্দুল হান্নান, শহর সহ-সভাপতি মাওলানা আব্দুস সালামসহ আরও অনেকে। বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য দাবিগুলো পূরণ না হলে সামনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়