প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২১:১৬
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না
--------অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের বাংলাদেশ আজ ইসলামের বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ইনশাআল্লাহ, ন্যায় ও নীতির রাজনীতি বিজয়ী হবেই। ইসলামকে ভালোবাসে এমন জনগণ আর বিভ্রান্ত হবে না। এখন সময় এসেছে আল্লাহভীরু নেতৃত্বের হাতে দেশকে সমর্পণ করার।
|আরো খবর
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের পশ্চিম কল্যাণদী জামে মসজিদে নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন তিনি। পরে তিনি গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
অ্যাডভোকেট শাহজাহান মিয়া আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের ঈমান, ন্যায়বিচার ও স্বাধীনতার মূল্যায়ন হবে। যারা ইসলামের রাজনীতি করে, তারা জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ। চাঁদপুরের মানুষ ইনশাআল্লাহ সেই পরিবর্তনের অগ্রদূত হবে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট আব্দুল কাদের খান, ৩নং কল্যাণপুর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা হোসাইন তালুকদার, সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আব্দুল হান্নান, প্রবাসী রোকনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ অ্যাডভোকেট শাহজাহান মিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তাঁর হাতকে শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করে।