শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১:৫১

অসাংগঠনিক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও এমএ হান্নানকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ফরিদগঞ্জে মিছিল সমাবেশ

ফরিদগঞ্জ ব্যুরো।।
অসাংগঠনিক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও এমএ হান্নানকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ফরিদগঞ্জে মিছিল সমাবেশ

২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে অসাংগঠনিক তৎপরতা ও সংগঠনের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে এমএ হান্নানের অবদান অনস্বীকার্য। ২০০৮ সালে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন, ২০১৮ সালের নির্বাচনের পূর্বে এমএ হান্নান দল থেকে বহিষ্কৃত থাকলেও দলের প্রতি তাঁর অবদান এবং জনপ্রিয়তা দেখে ওই বছরও দল তাঁকে মনোনয়ন দেয়। কিন্তু কুচক্রী মহল উভয় সময় তাঁর মনোনয়নকে প্রশ্নবিদ্ধ করতেই নানা ছলাকলার আশ্রয় নেয়। সে ধারাবাহিকতায় এখনো তারা দলের বাইরে গিয়ে অসাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের দাবি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

একই সাথে ফরিদগঞ্জের ঐক্যবদ্ধ বিএনপিকে আরো শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, ফরিদগঞ্জ উপজেলারবাসীর উন্নয়নের রূপকার আলহাজ্ব এমএ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে দলের নেতা-কর্মীদের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষা নেতৃবৃন্দ পূরণ করবেন বলে প্রত্যাশা করছি। আমাদেরও দৃঢ় বিশ্বাস, সকল জরিপে শীর্ষে থাকা এমএ হান্নান দলীয় মনোনয়ন পাবেনই।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটোয়ারী, সদস্য সচিব রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলুসহ উপজেলা পৌরসহ সকল ইউনিয়নের দলের নেতৃবৃন্দ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়