প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:২৫
মতলব দক্ষিণে বিএনপির মহিলা সমাবেশ ও উঠোন বৈঠকে এম এ শুক্কুর পাটোয়ারী
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত করতে মতলব দক্ষিণে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বিএনপি নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা ও ইউপি সদস্য আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান , বিএনপি নেতা লোকমান হোসেন, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিয়া মামুন, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শামিম হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুয়েল হোসাইন , ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শিফাত, নায়েরগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম মহীউদ্দিন শামিম প্রমুখ। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।