সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ২২:০৪

জেলা বিএনপির সভাপতির শোক

চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মুন্নাফ পাটোয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্নাফ পাটোয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৫ অক্টোবর ২০২৫) বাদ জোহর ইউনিয়নের ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাত ১১টায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দু ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এক শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজার নামাজে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মো. শাহাজাহান খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী এবং এলাকার শত শত সাধারণ মানুষ।

জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ গ্রাম মদনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে ও পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান এক আবেগঘন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মুন্নাফ পাটোয়ারী ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপি প্রতিষ্ঠার অন্যতম পুরোধা। তিনি ছিলেন একনিষ্ঠ, ত্যাগী ও আদর্শবান রাজনীতিক। দলের দুঃসময় হোক বা প্রতিকূল পরিস্থিতি সব সময় তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নৈতিক দৃঢ়তা এবং মানবিক গুণাবলি আজকের প্রজন্মের জন্যে দৃষ্টান্ত হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়