প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২০:২৮
শাহরাস্তিতে জিয়া পরিষদের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ছোটতুলা-রাজারামপুর জিয়া পরিষদের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেলে ছোটতুলা রাজারামপুর আঞ্চলিক জিয়া পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আবদুল হান্নান পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী, চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল করিম, যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহন মিয়াজি, বিএনপি নেতা ও সাবেক মেম্বার ফিরোজ আহমেদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও চিতোষী পূর্ব ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অত্র ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই অঞ্চলে বিএনপিকে আরো গতিশীল করতে ছোটতুলা-রাজারামপুর জিয়া পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে বলে জানান তিনি। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আবদুল হান্নান পাটোয়ারী।