শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২০:৫২

ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারীর পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারীর পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির বেপারীর পক্ষে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকেলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার ও রামপুর বাজার এলাকায় সাংস্কৃতিক দলের পক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউসার আহমেদ ভূঁইয়া, উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন বাপ্পি, মুসা গাজী ও আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আশা করি দল তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেবে। সেই সাথে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার জন্যে নেতা-কর্মীদের উদাত্ত আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়