শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

কচুয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো. আলমগীর তালুকদার

কচুয়ায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও পিআর পদ্ধতিতেই নির্বাচন গ্রহণের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কচুয়া পৌরসভার আল-ফাতেহা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্বরোড ও পৌর বাজার প্রদক্ষিণ শেষে কচুয়া উত্তর বাজারে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের আমীর অ্যাড. আবু তাহের মেজবাহর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন জেলা মজলিসের শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেনসহ অনেকে।

এ সময় কচুয়া পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মো. মনির হোসেন হেলালী, বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যাশী মুফতি মাসুম বিল্লাহ মাদানী, সাচার ইউনিয়নের জামায়াতের আমির মীর ওয়াহিদুজ্জামান, আশ্রাফপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল মতিন, গোহট দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির মাও. হেলাল উদ্দিন, গোহট উত্তর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, কাদলা ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আবু জাফর, পাথৈর ইউনিয়ন জামায়াতের আমীর মাও. শহিদ উল্লাহ, পালাখাল মডেল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. মো. জসীম উদ্দিন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. হেদায়েত উল্লাহ, কচুয়া উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এমদাদ উল্যাহ, কচুয়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. আবদুস সামাদ আজাদ ও কড়ইয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. আবদুর রহমান নিজামীসহ তিন সহস্রাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়