প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২২:২৪
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
ধৈর্য ও সহনশীল হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে -------------মোস্তফা খান সফরী

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, দেশ এক সংকটময় মুহূর্ত পার করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি মহল নানামুখী ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, বিএনপির বিরুদ্ধে এবং আমাদের দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এ অবস্থায় প্রতি মুহূর্ত সকল অপবাদের বিরুদ্ধে জবাব দিতে হচ্ছে। তাই দেশের চলমান এই পরিস্থিতিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে ধৈর্য, সহনশীল ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
|আরো খবর
তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কর্মী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের নেতা। আমাদের প্রতীক ধানের শীষ। অতএব এ বিষয়ে কোনো আপস নেই।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলে অনেক মেধাবী যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব বা কর্মী রয়েছে। সকলের মনমানসিকতা ও রাজনৈতিক পলিসি এক নয়। তাই আসুন আমরা নিজেরা যেনো কোনো নোংরা রাজনীতির শিকার না হই। ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করি।
মোস্তফা খান সফরী শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার সফরমালী উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল মিয়াজীর সভাপতিত্বে ও যুবদল নেতা আলম খানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী, সদর উপজেলা বিএনপি নেতা অ্যাড. এএইচএম আশ্রাফুল ইসলাম আশু, জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, ইউনিয়ন বিএনপি নেতা হারুন বার্ট, জেলা যুবদল নেতা বশির পারভেজ, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. আবু আহমেদ, যুবদল নেতা বাবুল হোসেন, ছাত্রদল নেতা জনি প্রমুখ নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা জাকির খান।