সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২১:৫৯

৩১ দফা বাস্তবায়নে ফরিদগঞ্জে তারুণ্যের সমাবেশে এমএ হান্নান

জনপ্রতিনিধি হলে দুর্নীতি ও স্বজনপ্রীতিকে চিরবিদায় জানাবো

প্রবীর চক্রবর্তী
জনপ্রতিনিধি হলে দুর্নীতি ও স্বজনপ্রীতিকে চিরবিদায় জানাবো

ফরিদগঞ্জে জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করতে ও তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা। যে যত দফাই দিক না কেনো, বিএনপির ৩১ দফার মধ্যেই সব রয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন যেই সরকার দায়িত্ব নিবে তারা এই দফাগুলো বাস্তবায়ন করলেই প্রকৃত সংস্কার হবে। আর জনগণ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটদানের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে। গ্রামে-গঞ্জে প্রতিটি আনাচে কানাচে ঘুরে মানুষের সাথে কথা বলে সেই কথাই বুঝেছি। গত তিনটি নির্বাচনে এদেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। তাই আমরা তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছি। আজ এই মাঠে উপজেলার ১নং থেকে ৮নং ইউনিয়নের তরুণ সমাজ অর্থাৎ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের উপস্থিতিতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মাহেন্দ্রক্ষণে একটি কথা আমি জানাতে চাই, যদি মহান আল্লাহ এবং জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করেন, তবে এই উপজেলা থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিকে চিরবিদায় জানাবো।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক আরিফ পাটওয়ারী, সদস্য সচিব রুবেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়