সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা জাতীয় পার্টি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবে৪ক চেয়ারম্যান এইচএম এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটাস্থ পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল লতিফ শেখের চেম্বারে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।
সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টুনু, কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য অ্যাড. মহসিন খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজী, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, ছেঙ্গারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, ছেঙ্গারচর পৌর যুব সংহতির সদস্য সচিব আবুল বকসার, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ডা. শাহরিয়ার আখন্দ, জেলা যুব সংহতির সভাপতি মো. শরীফ পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া শেষে তবররুক বিতরণ করা হয়।