প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২৩:৪১
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিন্দা

চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মাও. নূরুর রহমান মাদানীকে ১১জুলাই ২০২৫ (শুক্রবার) জুমার নামাজের পর দুষ্কৃতকারী সন্ত্রাসী চাপাতি দিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে রক্তাক্ত জখম করায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
|আরো খবর
নেতৃদ্বয় বলেন, মাও. নূরুর রহমান মাদানী একজন সম্মানিত খতিব, দেশবরেণ্য ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট আলেমে দ্বীন। এমন বিশিষ্টজনের ওপর ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তার ওপর বর্বরোচিত আঘাত ধর্মীয় অনুভূতির ওপর আঘাত। নেতৃদ্বয় মাও. নূরুর রহমান মাদানীর বারবার চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃদ্বয় অবিলম্বে দেশের প্রচলিত আইনে আটককৃতের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাগ্রহণের আহ্বান জানান।