মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ মে ২০২৫, ১৮:১৪

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুরের সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

অচিরেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন : শেখ ফরিদ আহমেদ মানিক

অচিরেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন : শেখ ফরিদ আহমেদ মানিক
চৌধুরী ইয়াসিন ইকরাম

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে ২০২৫) সকলে চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে ফিতা কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।

উদ্বোধনকালে তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা সকলেই জানেন, আমরা নিয়মিত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছি। আজকেও আদালতে হাজিরা দিতে এসেছি। কিন্তু দেশের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার মামলা শেষ হয়ে গেছে । যিনি চেয়ারে বসেন, তিনি ফ্যাসিবাদের মতো আচরণ শুরু করেন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড ফ্যাসিবাদীর মতোই।

তিনি আরো বলেন, অচিরেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন। বিএনপি বাংলাদেশের গণমানুষের দল। আপনারা যারা বিচারপ্রার্থীদের সেবায় নিয়োজিত রয়েছেন, তাদের খেয়াল রাখতে হবে, অপরাধ করে যেন কেউ পার না পেতে পারে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদীর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন বাবর, পিপি অ্যাড. কোহিনুর রশীদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, ফোরামের সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. এ. জেড.এম. রফিকুল হাসান রিপন সহ জিপি, এডিশনাল পিপি, এপিপি এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ফোরামের সদস্যরা ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়