শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ০০:১৮

চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ

চাঁদপুর থেকে যোগ দেবে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মী

স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ

আজ শনিবার (১০ মে ২০২৫) চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে বিকেল ৩টার সময় অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা'র সমাবেশ। বিএনপির তিন অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ, যার মধ্যে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা।

এই সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর থেকে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সকল ইউনিটের হাজার হাজার নেতা-কর্মী দলে দলে যোগ দেবেন সেখানে। আজ শনিবার ভোর ছয়টা থেকে প্রায় দেড় শতাধিক বাসযোগে রওনা হবেন চাঁদপুরের নেতা-কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। তিনি বলেন, বিএনপির অতীতের সকল কর্মসূচির চেয়ে যুবদলসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই কর্মসূচি হবে ঐতিহাসিক। ইতিমধ্যে চাঁদপুর থেকে চট্টগ্রাম যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমাদের এই আয়োজনে চাঁদপুর জেলা বিএনপির সহযোগিতা রয়েছে।

তিনি জানান, চাঁদপুরের নেতা-কর্মীরা জেলা, উপজেলা ও পৌর এলাকা থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। দুপুর নাগাদ চট্টগ্রাম পৌঁছে একত্রিত হয়ে বিএনপির তিন অঙ্গ সংগঠনের পৃথক ব্যানার থাকবে এবং সমাবেশে চাঁদপুর জেলার নির্ধারিত স্থানে উপস্থিত হবে।

জানা যায়, চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠ, বাস স্ট্যান্ড, দেবপুর পর্যন্ত বাসের সিরিয়াল থাকবে। বহু নেতা-কর্মী ট্রেনে এবং মাইক্রোযোগে যাবেন। জেলা বিএনপির অনেক নেতাই এই কর্মসূচিতে শামিল হবেন। বিশেষ করে কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমাবেশ মঞ্চে উপস্থিত থাকবেন।

তারুণ্যের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, বিশেষ বক্তা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সঞ্চালনায় থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়