প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৪
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সদস্য সচিব আরেফিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সূর্য

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি, সদস্য সচিব সামসুল আরেফিন খান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য। চিঠিতে বলা হয়েছে, আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রের বেঁধে দেয়া এই সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে হবে। নতুন আহ্বায়ক কমিটির উল্লেখিত তিনজনই ছাত্রদলের সাবেক নেতা।
নবগঠিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে সাবেক জনপ্রিয় ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ মাঝিকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা সামসুল আরেফিন খানকে সদস্য সচিব এবং শামসুল আলম সূর্যকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করায় ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর শহরে আনন্দ মিছিল বের করা হয়। স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মী মিছিল সহকারে আনন্দ মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী উপস্থিত ছিলেন।