শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০২:২৯

হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আ'লীগের সভাপতি দেলোয়ার মুন্সী, সম্পাদক তুহিন

কামরুজ্জামান টূটুল
হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আ'লীগের সভাপতি দেলোয়ার মুন্সী, সম্পাদক তুহিন
হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আ'লীগের সভাপতি দেলোয়ার মুন্সী, সম্পাদক তুহিন

হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকালে বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

আগামি তিন বছরের জন্য নতুন করে ওয়ার্ড কমিটি গঠণের লক্ষে উপস্থিত সভ্যদের (১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহবান করেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু।

এতে সভাপতি পদে দেলোয়ার হোসেন মুন্সী, আবু তাজের লিটন ভুইয়া ও শাহজাহান মোল্লা সাজুসহ ৩ জন, সাধারণ সম্পাদক পদে কাজী মামুনুর রশিদ মাসুদ, মোজাম্মেল হক মজুমদার মঞ্জু, সিরাজুল ইসলাম মিজি, শাহরিয়ার তুহিন বেপারী, মশিউর রহমান মনির ভুঁইয়াসহ ৫ জনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়।

এরপরে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন আগামি তিন বছরের জন্য ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দেলোয়ার হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার তুহিন বেপারীর নাম ঘোষণা করেন।

এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর আওয়ামী লীগের সদস্য জাহিদুর রহমান জাহিদের সঞ্চালনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক স্বপন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান।

এ সময় ওয়ার্ড ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আমীর ও সাধারণ সম্পাদক আবু তাজের লিটন ভুঁইয়া, সাবেক ছাত্রনেতা তসলিম আলম মজুমদার শিশির প্রমুখ। সম্মেলনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়