মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ০০:৩৪

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জম্মবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জম্মবার্ষিকী আজ

আজ ৫ আগস্ট, ২০২২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁকেও ঘাতকেরা হত্যা করে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও চাঁদপুর জেলা আওয়ামীলীগ কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচিঃ সকাল ৭:৩০ চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন। সকাল ৮টায় চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

সকাল ৯ টায় চাঁদপুর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাদ জুমা চাঁদপুর শহরের বেশ কয়েকটি মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর সহ পরিবারের এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া তাবারক বিতরণ।

উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়