মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৬ জুন ২০২২, ২০:১৮

খাদেরগাঁও ইউপি নির্বাচনে নৌকার মাঝি সৈয়দ মনজুর হোসেন রিপন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
খাদেরগাঁও ইউপি নির্বাচনে নৌকার মাঝি সৈয়দ মনজুর হোসেন রিপন

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর। গত ২৬ জুন বিকাল ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সৈয়দ মনজুর হোসেন রিপন মীরকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা যায়।

দ্বিতীয় বারের মতো ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে এক প্রতিক্রিয়ায় সৈয়দ মনজুর হোসেন রিপন মীর মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, 'জনগণের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। আমি আমার ইউনিয়নবাসীর ভালোবাসার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই। তিনি তাঁর এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রার্থীগণ নির্বাচনী তফসিল অনুযায়ী প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়