শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯

বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ করুন

অনলাইন ডেস্ক
বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ করুন

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খানের পিতা ও চাঁদপুর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. হানিফ খান (৬৫) সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সায়েন্সের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। মো. হানিফ খান বিজয় দিবসের দিন দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা জানান, তিনি ব্যক্তিগত কাজ শেষ করে বাইসাইকেলযোগে কালীবাড়ি মোড়ে আসার সময় বিপণীবাগ এলাকায় পেছন থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, মো. হানিফ খানের মস্তিষ্কে রক্তজমাট বেঁধে গেছে। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। চাঁদপুর জেলা সংবাদপত্র হকার্স সমিতি ও পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির পক্ষ থেকে সকলের কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে। চাঁদপুর শহরসহ বিভিন্ন স্থানে দ্রুত গতির বেপরোয়া মোটরসাইকেল চলাচল অত্যন্ত উদ্বেগজনক। কিশোর-তরুণরা চালায় এমন মোটরসাইকেল। এগুলোর ধাক্কায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। যেমন দুর্ঘটনার শিকার হলেন চাঁদপুর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. হানিফ খান। সংবাদপত্র শিল্পের দুর্দিনে তার এ দুর্ঘটনা সুখকর ঠেকছে না। চাঁদপুর শহরে যে ক’জন হকার সংবাদপত্র বিক্রিকে পেশার চেয়ে নেশার মতো ভাবেন, তাদেরই একজন হানিফ খান। তিনি দুর্ঘটনার শিকার হওয়া মানে শত শত পত্রিকা বিক্রি বন্ধ হয়ে যাওয়া, যেটা জাতীয় ও স্থানীয় পত্রিকার জন্যে অনেক বড়ো ক্ষতি। সকল কিছুর ঊর্ধ্বে হানিফ খানের শারীরিক যে ক্ষতি হলো, সেটাতে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে অনেক সময়। চিকিৎসা ব্যয় মিটাতে তার পরিবারকে খেতে হবে হিমশিম। এমতাবস্থায় তার পাশে দাঁড়াতে হবে অবহিত হওয়া সকলকে। একই সাথে দ্রুত গতির বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ করার ব্যাপারে পুলিশকে নিতে হবে কার্যকর ব্যবস্থা। যাতে হানিফ খানের মতো আর কেউ যেন বেপরোয়া মোটরসাইকেলের শিকার না হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়