প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬
চাঁদপুরে ‘নজরুল সন্ধ্যা’ সংগীত, ভাবনা ও সাম্যের অনন্য সাংস্কৃতিক আসর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে চাঁদপুরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ‘নজরুল সন্ধ্যা’। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় জয়ধ্বনি সংগীত বিদ্যায়তন মিলনায়তনে চাঁদপুর নজরুল সংগীত শিল্পী পরিষদের সদস্যদের আয়োজনে এই সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগীতশিল্পী ও সংস্কৃতি সংগঠক অ্যাড. মজিবুর রহমান প্রধানীয়া। সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগীতশিল্পী সুদীপ কর তন্ময়, যার প্রাণবন্ত উপস্থাপনা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজনের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন নজরুল সংগীত শিল্পী পরিষদের কেন্দ্রীয় সভাপতি, দেশের অন্যতম বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা। তাঁর সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ কবির পলাশ ও অন্য কেন্দ্রীয় সদস্যবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে তারা চাঁদপুরে নজরুলকে কেন্দ্র করে এমন উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে একটি সুসংগঠিত, শৃঙ্খলাপূর্ণ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেন এবং নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে নজরুলের জীবন, সংগ্রাম ও সাহিত্য নিয়ে মুখ্য আলোচনা করেন জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তাপসী রাণী ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী ফারুক বিন জামান, অ্যাড. পলাশ মজুমদার, অ্যাড. মানিক লাল দেবনাথ, অ্যাড. শ্যামল সাহা ও আরও কয়েকজন সংস্কৃতিমনা গুণীজন। তাঁরা নজরুলের অসাম্প্রদায়িক চিন্তা, মানবিকতা, বিদ্রোহী চেতনা ও সাম্যের দর্শন তুলে ধরেন।
দলীয় পরিবেশনার পর একক সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন মধুরিমা আচার্যী, অর্পিতা রক্ষিত, পার্বতী চক্রবর্তী, মোর্শেদ খান জয়, আশিষ সরকার, শুভ্র রক্ষিত, প্রদীপ চন্দ্র দাস, সুদীপ কর তন্ময়, মজিবুর রহমান প্রধানীয়াসহ অন্য শিল্পীরা। তাদের সুরেলা কণ্ঠে নজরুলের গান নতুন আবহ সৃষ্টি করে মিলনায়তনে।
পরিষদের সদস্য সুদেব চন্দ্র আচার্য্য, বিপ্লব চন্দ্র দাস, মো. আজাদ হোসেন, মিলন হালদার, আমানউল্লাহ আমান, পলাশ, বলাই চন্দ্র সরকার, কার্তিক সরকার, আশিষ সরকার, মো. সোলাইমান, ফৌজিয়া হোসেন পুতুল, সুমিতা পাল, পার্বতী চক্রবর্তী, বিপাশা তালুকদারসহ অন্য সকলেই মতামত প্রদান করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শনকে চাঁদপুরের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে একসঙ্গে কাজ করা হবে। আলোচনা পর্বে ভবিষ্যৎ কার্যক্রম কীভাবে আরও সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে পরিচালিত করা যায়, তা নিয়ে দিকনির্দেশনা গ্রহণ করা হয়।
এছাড়া অনুষ্ঠানে প্রয়াত সংগীতগুরু স্বপন সেন গুপ্তের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠ করা হয়।আয়োজকরা এই নজরুল সন্ধ্যাটি তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে চাঁদপুরের এই সাংস্কৃতিক আয়োজনের পরিসমাপ্তি ঘটে।







