রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৫:৪১

কচুয়া দারচর দাসবাড়িতে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ৩১ ডিসেম্বর থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।
কচুয়া দারচর দাসবাড়িতে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ৩১ ডিসেম্বর থেকে শুরু

বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞনুষ্ঠান।

আসছে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চাঁদপুর কচুয়া উপজেলার দারচর দাস বাড়িস্থিত সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) রাত ৮টা হতে যথাক্রমে শ্রীমদভগবদগীতা ও ধর্মীয় আলোচনা শেষে গঙ্গা আবাহন ও নামযজ্ঞের শুভ অধিবাস এবং ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার অরুণোদয় হতে ৩ জানুয়ারি শনিবার অরুণোদয় পর্যন্ত অহোরাত্র অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং ২ জানুয়ারি শুক্রবার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।

এতে নামসুধা বিতরণ করবেন : বরিশাল হতে আগত শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সম্প্রদায় ও শ্রী শ্রী শিশু গোপাল সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী শ্রী শ্যামাপূজা সম্প্রদায়, ভোলা শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায়, খুলনা শ্রী শ্রী আদি বিবেকানন্দ সম্প্রদায় ও চাঁদপুর শ্রী শ্রী শ্রীরাম সংঘ।

ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি, মহাপ্রসাদ গ্রহণ ও সক্রিয় সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়