রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৩

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে দু বাংলাদেশি বিশেষজ্ঞ

প্রবাসীকণ্ঠ ডেস্ক
কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে দু বাংলাদেশি বিশেষজ্ঞ

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক শীর্ষ ফুসফুস স্বাস্থ্য সম্মেলন। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। International Union Against Tuberculosis and Lung Disease (The Union) আয়োজিত গ্লোবাল ফুসফুস স্বাস্থ্য সম্মেলনের এ বছর ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে ইউরোপের সুপরিচিত বেল্লা সেন্টার (Bella Center)।

এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ডা. নাসির উদ্দিন, উপ-পরিচালক (প্রশাসন) এবং ডা. রিফাত জাহান খান, টিপিএটি কো-অর্ডিনেটর, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর। তারা বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করেন এবং দেশের টিবি নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন অগ্রগতি ও অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

ফুসফুস স্বাস্থ্য ও টিবি মোকাবিলায় বিভিন্ন ফুসফুস-সংক্রান্ত রোগ প্রতিরোধ, গবেষণা, নীতি প্রণয়ন এবং যৌথ সমাধানের পথ তৈরির লক্ষ্যেই প্রতি বছর দ্য ইউনিয়ন এই সম্মেলন আয়োজন করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, গবেষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের জন্যে এটি এক অনন্য জ্ঞান-বিনিময় ও অভিজ্ঞতা ভাগ করার প্ল্যাটফর্ম।

বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর একটি প্রতিবছর হাজারো বিশেষজ্ঞের সমাগমে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটি ইতোমধ্যেই নিজেকে বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফুসফুস স্বাস্থ্য, টিবি, এয়ার পলিউশন, নন-কমিউনিকেবল ডিজিজ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণে নতুন গবেষণা, উদ্ভাবন, নীতি ও সমাধান নিয়ে সম্মেলনে বিস্তৃত আলোচনা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়