প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪০
আল সুয়াইদি পার্কে রিয়াদ সিজন ২০২৫ চলছে
চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত

সৌদি সরকারের ২০৩০ ভিশনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেশ কয়েক বছর ধরে রিয়াদ সিজন অনুষ্ঠিত হয়ে আসছে, যেখানে তুলে ধরা হচ্ছে সৌদি কালচারসহ বিভিন্ন দেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোববার (২ নভেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে রিয়াদ সিজন, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এবারের রিয়াদ সিজনে অংশ নিয়েছে সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, ইউথোপিয়া, উগান্ডা, ইয়েমেন, সুদান, মিশরসহ মোট ১৪টি দেশ।
সৌদি মিনিস্ট্রি অফ মিডিয়া আয়োজিত রিয়াদ সিজনে প্রতিটি দেশ নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ পাচ্ছে। এতে খুশি সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন, এমন আয়োজনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতিময় সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
পয়লা নভেম্বর রাতে আল সুয়াইদী পার্কে রিয়াদ সিজন সম্পর্কে বিভিন্ন দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সামনে বিস্তারিত তুলে ধরা হয় আয়োজকদের পক্ষ থেকে। ২ নভেম্বর থেকে শুরু হওয়া রিয়াদ সিজনে প্রবেশ করতে কোনো ধরনের টিকিটের ব্যবস্থা নেই। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলছে। সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বাজারসংক্রান্ত স্টল নির্বিঘ্নে ঘুরে দেখতে পারবেন আগত দর্শনার্থীরা।
১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের শিল্পীরা রিয়াদ সিজন মঞ্চে গান পরিবেশন করবেন। সংগীতশিল্পীদের মধ্যে থাকবেন মনির খান, আসিফ আকবর, আকাশ মাহমুদ, বেলাল খান, পুষ্পিতাসহ আরও অনেকে।
বাংলাদেশের কৃষ্টি ও কালচার তুলে ধরার লক্ষ্যে ২০১৪ সাল থেকে কাজ করছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। ২০২৪ সালের মতো ২০২৫ সালেও রিয়াদ সিজন মঞ্চে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। সবাইকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছেন রিয়াদ সিজন কর্তৃপক্ষ। সুশৃঙ্খলভাবে বিনা টিকিটে সবাইকে আল সুয়াইদী পার্কে এসে অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।







