শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৫

আজ চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিল্পনন্দন’ সংগঠনের কমিটি ঘোষণা ও পরিচিতি সভা

অনলাইন ডেস্ক
আজ চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিল্পনন্দন’ সংগঠনের কমিটি ঘোষণা ও পরিচিতি সভা

চাঁদপুরের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্প-সাহিত্যের সংগঠন ‘শিল্পনন্দন’-এর কমিটি ঘোষণা ও পরিচিতি সভা। 'শিল্পে সৌন্দর্য, সৃষ্টিতে আনন্দ' এই স্লোগানে আজ বিকেল ৩টায় চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত থাকবেন জেলার বিশিষ্ট কবি, লেখক, শিল্পী, গবেষক ও সাহিত্যপ্রেমীরা। শিল্প-সংস্কৃতির বিকাশ, তরুণ লেখকদের প্রেরণা জোগানো এবং চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সংগঠিতভাবে সামনে আনাই হবে ‘শিল্পনন্দন’ সংগঠনের মূল উদ্দেশ্য—এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠাতা এইচএম জাকির।

সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং নতুন কমিটির সদস্যদের দায়িত্ব তুলে দেয়া হবে। পাশাপাশি চাঁদপুরে শিল্প-সাহিত্যের আধুনিক ধারাকে এগিয়ে নিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হবে। পরিচিতি সভাটি হবে মুক্ত আলোচনাধর্মী; যেখানে উদীয়মান লেখকরা অভিজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পাবে। স্থানীয় তরুণদের সৃষ্টিশীলতা বিকাশে ‘শিল্পনন্দন’ বিভিন্ন কর্মশালা, পাঠচক্র, শিল্প-সাহিত্য চর্চা এবং প্রকাশনা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও তুলে ধরবে।

এ উদ্যোগ চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে বলেই মনে করছেন সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সাহিত্য-সংস্কৃতি অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়