প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৭:২৫
আজ বাকিলাতে আসছেন ডিঙ্গামানিক (ভারপ্রাপ্ত) মহারাজ

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বাকিলাতে আসছেন শরীয়তপুরের ডিঙ্গামানিকে অবস্থিত শ্রীশ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের ভারপ্রাপ্ত মোহন্ত মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী। এ দিন সন্ধ্যা থেকে পরের দিন শুক্রবার সকাল পর্যন্ত বাকিলার সন্না প্রয়াত সুকুমার ধরের বাড়িতে অবস্থান করবেন তিনি।
|আরো খবর
প্রয়াত সুকুমার ধরের ছেলে বিজয় কৃষ্ণ ধর জানান, আমাদের বাড়িতে শ্রীশ্রী সত্য নারায়ণ পূজার অনুষ্ঠানে যোগ দিবেন মোহন্ত মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী।
এ ছাড়া পরের দিন শুক্রবার শ্রীশ্রী নারায়ণের শ্রীচরণে তুলসী প্রদান উপলক্ষে ভোগ আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এতে সকল ভক্তকে আমন্ত্রণ জানানো হয়েছে। সার্বিক সহযোগিতায় থাকবেন অমল ধর, কমল ধর, অপূর্ব ধর, অনন্ত ধর নয়নসহ অন্যসকল ভক্ত।








