প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২২
গৌরবের ৩৫ বছর পূর্তি
৮ নভেম্বর নতুন কুঁড়ির মেহেদী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘মেহেদীর রঙ্গে রাঙ্গাবো হাত’ এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশের ঐতিহ্য ও লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ মেহেদীকে কেন্দ্র করে চাঁদপুরে আয়োজিত হতে যাচ্ছে এক মনোজ্ঞ উৎসব মেহেদী উৎসব। চাঁদপুরের স্বনামধন্য নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের গৌরবময় ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার, বিকেল ৩ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চাঁদপুরসহ সন্নিহিত অঞ্চলে শিল্প, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন। সেই পথচলার ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ মেহেদী উৎসবের আয়োজন, যা প্রতিযোগিতার পাশাপাশি এক মিলনমেলায় রূপ নেবে।
এই প্রতিযোগিতাকে মূলত তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়েছে, যাতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিতে পারেন : ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। ‘খ’ গ্রুপে একাদশ শ্রেণি থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা। ‘গ’ গ্রুপে গৃহিণীরা।
প্রতিযোগিতার নিয়মাবলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশীয় ঐতিহ্যকে। প্রতিটি অংশগ্রহণকারীকে অডিটোরিয়ামের ভেতরে নিজস্ব মেহেদী ব্যবহার করে নিজের হাতে নকশা আঁকতে হবে। উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে অংশগ্রহণকারী সকল নারীর জন্যে শাড়ি পরিধান বাধ্যতামূলক করা হয়েছে, যা প্রতিযোগিতার ঐতিহ্যবাহী পরিবেশকে আরও ফুটিয়ে তুলবে।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় থাকবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গান ও নৃত্যের সমন্বয়ে জমকালো এই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের পরিচিত সংগঠনগুলোর পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করবে।
উৎসবটিকে সফল করতে অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশকে চেয়ারম্যান, লিটন সরকারকে প্রধান সমন্বয়কারী এবং অ্যাডভোকেট মো. নূরুল হক কমলকে সদস্য সচিব করে একটি শক্তিশালী মেহেদী উৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে।
রেজিস্ট্রেশনের আহ্বান : উৎসব উদ্যাপন পরিষদ চাঁদপুরের সকল আগ্রহী প্রতিযোগীকে নিজ নিজ গ্রুপে অংশগ্রহণের জন্যে আহ্বান জানিয়েছে। রেজিস্ট্রেশনের জন্যে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে : ০১৬২৮-২৩০৯২৯, ০১৮৭২-২৪১০০৬, ০১৬৪০-৭৬৭৯২৫।
এই উৎসব শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলার লোকশিল্প ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ স্থাপনের এক চমৎকার মাধ্যম। নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ‘মেহেদী রঙ্গে রাঙ্গাবো হাত মহোৎসব’ চাঁদপুরবাসীর জন্যে এক ভিন্ন স্বাদের সাংস্কৃতিক আয়োজন উপহার দেবে বলে আশা করা যাচ্ছে।







