প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২১
বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সভা

নাট্যচর্চা ও সংস্কৃতি অঙ্গনে নতুন উদ্দীপনা নিয়ে গঠিত বিনিময় নাট্যগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৪-২৫ সালের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা, আলোচনা সভা ও সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পর সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।
এ সময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। সংগঠনের সহ-সভাপতি নেপাল সাহার সভাপতিত্বে ও সাংবাদিক অমরেশ দত্ত জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিনিময় নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার ও প্রধান উপদেষ্টা সাবিত্রী রাণী ঘোষ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সম্পাদিকা লামিয়া ইসলাম, যুগ্ম মহিলা সম্পাদিকা লিজা বেগম, সদস্য রবিন গাজী, আমিন বেপারী, রিপন তালুকদার সহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
বক্তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নতুন কমিটির মাধ্যমে নাট্যগোষ্ঠীর কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। উপস্থিত সবাই নতুন কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।







