প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২১:৫৪
চাঁদপুরের লোকসংস্কৃতি চর্চা ও গবেষণায় করণীয় নিয়ে মতবিনিময় সভা

‘চাঁদপুরের লোকসংস্কৃতি চর্চা ও গবেষণায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় লোকসংস্কৃতি নিয়ে কাজ করা লেখক ও গবেষকরা বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর সাহিত্য একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী। সঞ্চালনা করেন সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান।
সভায় লোকসংস্কৃতি গবেষণার অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী, সাবেক শিক্ষক ও গবেষক কামরুজ্জামান শিকদার, সাহিত্য একাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, সুমন কুমার দত্ত, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী, প্রবীণ লেখক আবদুল গণি, লেখক এইচএম জাকির প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য উজ্জ্বল হোসাইন।
বক্তারা বলেন, চাঁদপুরের লোকসংস্কৃতি এই জেলার ঐতিহ্য, জীবনধারা ও সমাজচেতনার জীবন্ত প্রতিচ্ছবি। এই মূল্যবান সংস্কৃতিকে সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি। তাঁরা বলেন, লোকসংস্কৃতি শুধু উৎসব বা গানে নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, বিশ্বাস ও জ্ঞানের সমন্বিত প্রকাশ। তাই এ বিষয়ে ধারাবাহিক মাঠগবেষণা, দলিল সংরক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যসূচিভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় উপস্থিত গবেষক ও সাহিত্যপ্রেমীরা চাঁদপুরের লোকসংস্কৃতি নিয়ে এমন আয়োজন ধারাবাহিকভাবে করার প্রস্তাব করেন।
সাহিত্য একাডেমি সূত্রে জানা যায়, ইতোমধ্যে চাঁদপুরের লোকসংস্কৃতির ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে একটি গবেষণা গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এটির কাজ চলমান রয়েছে।






