সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:০৫

অবশেষে নির্মিত হচ্ছে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়

অনলাইন ডেস্ক
অবশেষে নির্মিত হচ্ছে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়

হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ পৌর সুপার মার্কেটের ৪র্থ তলায় ২২শ’ বর্গফুটের অধিক জায়গায় কার্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক। উদ্বোধনশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাজী হারুন অর রশিদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিঃসন্দেহে ১৬ অক্টোবর ২০২৫ তারিখটি হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্যে অনাগত দিনে অনেক স্মরণীয় হয়ে থাকবে। ১৯৯৬ সালে এ ক্লাবটি প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ড. আলমগীর পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হন চাঁদপুরের সপ্তম জেলা প্রশাসক মো. খালিদ আনোয়ার। সে সভাতেই হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয় নির্মাণে জেলা প্রশাসকের নিকট খাস জায়গা দাবি করা হয়। তিনি আশ্বাসও দিয়েছিলেন। তারপর ডাকাতিয়া নদীতে অনেক পানি গড়িয়েছে, বারবার একই দাবি জানানো হয়েছে, ক’বছর আগে ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নু অতৃপ্তি নিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন, এরই মধ্যে চলে গেছে আটত্রিশটি বছর। সে আশ্বাস আর পূরণ হয় নি। সর্বশেষ পৌর মেয়র হাজীগঞ্জ বাজারে নয়, দূরবর্তী টোরাগড়ে জুনাব আলী ময়দানের পাশে পাক হানাদার ও তাদের দোসরদের টর্চার সেলের কষ্টকর স্মৃতি বিজড়িত স্থানে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের জায়গা দেয়ার আশ্বাস দিয়েছিলেন। সে আশ্বাস যদি তিনি পূরণ করতেন, তাহলে অগত্যা হাজীগঞ্জ প্রেসক্লাবকে সেখানে কার্যালয় নিতে হতো। মহান আল্লাহ যা করেন, সেটি ভালোর জন্যেই করেন। অবশেষে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন হাজীগঞ্জ প্রেসক্লাবের দাবিতে সাড়া দিলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন হাজীগঞ্জ বাজারের পৌর সুপার মার্কেটের চারতলায় পর্যাপ্ত জায়গা বরাদ্দ দেন, যেখানে তাঁর হাতের ছোঁয়াতেই কার্যালয় নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি হয়েও পৌর মেয়র যে বদান্যতা দেখাতে পারেন নি, সেটা আমলা হয়েও পৌর প্রশাসক দেখালেন। এটা অনেক বড়ো কিছু। এজন্যে তাঁর প্রতি শুধু হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ নয়, হাজীগঞ্জ উপজেলার প্রতিটি সচেতন সাংবাদিকবান্ধব ব্যক্তিমাত্রই কৃতজ্ঞতা জানাতে দ্বিধাবোধ করছে না।

যদ্দুর জানা যায়, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি হাছান মাহমুদের সময়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয় নির্মাণের জোর প্রচেষ্টা শুরু হয়। আর বর্তমান সভাপতি খালেকুজ্জামান শামীমের সময়ে সে কার্যালয় নির্মাণের শুভ সূচনা হয়। বর্তমান সভাপতির জন্যে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এ নির্মাণ কাজ তাঁর সময়ে শেষ করতে পারাটা। আশা করি তিনি ক্লাব সদস্যদের সকলের সহযোগিতায় এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। এজন্যে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় অনুদান দিয়ে সহযোগিতা করলে হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতির পক্ষে চ্যালেঞ্জ মোকাবেলাটা সহজ হবে। সাথে সাথে স্থানীয় বিত্তবান চিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার প্রয়োজনীয়তাও রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়