প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১০:১২
২৫ জন গীতিকারের গান নিয়ে প্রকাশিত হলো ‘জানালা’র গীতিকবিতা সংখ্যা

চাঁদপুর থেকে প্রকাশিত অনিয়মিত সাহিত্য ম্যাগাজিন ‘জানালা’র এবারের সংখ্যা একেবারেই ব্যতিক্রমী। সাংবাদিক, গীতিকার ও লেখক কবির হোসেন মিজির সম্পাদনায় প্রকাশিত এ সংখ্যাটি সাজানো হয়েছে গীতিকবিতাকে কেন্দ্র করে। দেশের সঙ্গীত জগতে অবিস্মরণীয় অবদান রাখা ২৫ জন খ্যাতনামা গীতিকারের লেখা গান ও গীতিকবিতা স্থান পেয়েছে এতে।
‘জানালা’র এ সংখ্যায় লিখেছেন দেশের সঙ্গীতাঙ্গনে দাপটের সঙ্গে কাজ করা গীতিকার ও গীতিকবি মিল্টন খন্দকার, কবির বকুল, লিয়াকত আলী বিশ্বাস, মিলন খান, হাসান মতিউর রহমান, অনুরূপ আইচ, দেলোয়ার আরজুদা শরফ, প্লাবন কোরেশী, নীহার আহমেদ, জীবন মাহমুদ, রবিউল আউয়াল, ফকির হযরত শাহ্, কৃষ্ণ দাস, কামাল মুহাম্মদ, কাদের পলাশ, জসিম মেহেদী, জমির হোসেন, কবির হোসেন মিজি, মুহাম্মদ ফরিদ হাসান, আশিক বিন রহিম, মুরাদ নুর, সঞ্জয় দেওয়ান, আকিব শিকদার, মো. সালাউদ্দিন হাজরা, আলমগীর হোসেন আঁচল, আল আমিন-ছৈয়াল ও আরিফ রাসেল। তাদের অনেকেই চলচ্চিত্র, আধুনিক গান, অডিও অ্যালবাম কিংবা ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন। এবার তারা একসাথে গীতিকবিতার বিশেষ সংখ্যায় স্থান পেয়ে পাঠকদের কাছে এক অনন্য আনন্দের উৎস তৈরি করেছেন।
গীতিকবিতা ছাড়াও এই সংখ্যায় রয়েছে প্রবন্ধ ও সমালোচনাধর্মী লেখা। নব্বই দশকের ব্যান্ড সংগীত নিয়ে লিখেছেন আহমেদ শাহেদ। বাংলা গীতিকবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন জাহিদ নয়ন। মুক্ত গদ্য লিখেছেন মাইনুল ইসলাম মানিক। ফলে ‘জানালা’র এবারের সংখ্যা শুধু গীতিকবিতার সংকলন নয়, বরং বাংলা সংগীত সংস্কৃতির বৈচিত্র্যময় দলিল হয়ে উঠেছে।
‘জানালা’র সম্পাদক কবির হোসেন মিজি বলেন, বাংলা গানের প্রাণ হলো গীতিকবিতা। সুর ও কণ্ঠ গানের বাহন, কিন্তু গানের আসল আত্মা লুকিয়ে থাকে কথায়। সেই গীতিকবিতার শক্তি ও সৌন্দর্যকে এক মঞ্চে তুলে আনতেই এ সংখ্যার আয়োজন। দেশের অনেক খ্যাতনামা গীতিকারকে একত্রে পাওয়া আমার জন্যে বড়ো প্রাপ্তি।
প্রকাশের পর থেকে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে ‘জানালা’র গীতিকবিতা সংখ্যা নিয়ে সাড়া পড়ে গেছে। পাঠকরা মনে করছেন, একসাথে এতোজন নামকরা গীতিকবির লেখা পড়ার সুযোগ আগে খুব একটা হয়নি। ফলে সংখ্যাটি শুধু সাহিত্যপ্রেমীদের জন্যে নয়, সংগীতপ্রেমীদের কাছেও এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
এদিকে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ (রোববার) সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে শহরের জোড় পুকুর পাড়স্থ চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত জামিল সৈকত। ‘জানালা’র গীতিকবিতা সংখ্যাটি নিয়ে তিনি বেশ গঠনমূলক আলোচনা করেন।
সাহিত্যের এই ছোটকাগজ ‘জানালা’র গীতিকবিতা সংখ্যাটি বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া চাঁদপুর শহরের কালী বাড়ি রেলওয়ে কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থিত ‘দোয়া গঞ্জল’ বুক স্টলে ম্যাগাজিনটি পাওয়া যাবে। স্থানীয় পাঠক ছাড়াও বাইরের পাঠকের কাছে পৌঁছানোর প্রস্তুতিও চলছে। তবে কেউ সরাসরি সম্পাদকের সাথে যোগযোগ করেও ‘জানালা’ সংগ্রহ করতে পারেন।