শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০১:৫৯

প্রতিষ্ঠাবার্ষিকী ও মেহেদী উৎসব উদযাপন

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভা
ছবি ক্যাপশন : প্রতিষ্ঠাবার্ষিকী ও মেহেদী উৎসব উপলক্ষে চাঁদপুরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মেহেদী উৎসব প্রতিযোগিতা ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ২য় তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাড. মো. নুরুল হক কমলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, অনুপম নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ কার্তিক সরকার ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব ছায়েদ লিটন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা বেগম ও তানিয়া আক্তার নিশাত।

বক্তারা বলেন, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে চাঁদপুরের তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও খেলাধুলার চেতনায় উজ্জীবিত করে আসছে। ৩৫ বছর ধরে এই সংগঠন স্থানীয় শিল্পী, ক্রীড়াবিদ ও তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়