শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৯:১১

সকল ভেদাভেদ ভুলে এক হয়ে দেশ গড়ার আহ্বান বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকনের

শাহরাস্তি ব্যুরো।।
সকল ভেদাভেদ ভুলে এক হয়ে দেশ গড়ার আহ্বান বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকনের
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সকল ভেদাভেদ ভুলে এক হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় শাহরাস্তির মেহের কালীবাড়ি পূজা মণ্ডপে ভার্চুয়ালি বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশী, আমাদের পরিচয় আমরা এ দেশের সন্তান। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে, উৎসব করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে। আসুন আমরা সবাই সকল ভেদাভেদ ভুলে এক হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হই।

শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বুধবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামালের নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন খোকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, মনির হোসেন মিয়াজী, এহতেশামুল হক সজীব, শাহ আলম, ছাত্র নেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল, আমিমূল এহসান হৃদয়, মহসীন উদ্দিন প্রমুখ।

বিএনপির নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলা ও পৌর এলাকার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়