প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
আমরা সম্প্রীতি নষ্ট হতে দেবো না ....... জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দায়-দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনারা কোনো গুজবে কান দেবেন না। যারা গুজব ছড়াবেন তারা কেউ ছাড় পাবেন না। মোবাইল ফোনের মাধ্যমে সবচে' বেশি গুজব ছড়ায়। গুজব শেষ হবে না। সামনে নির্বাচন আসছে। সেখানেও অনেক ধরনের গুজব আসবে। যাচাই না করে সেগুলোকে সহজে বিশ্বাস করবেন না, শেয়ার করবেন না। আমরা সম্প্রীতি নষ্ট হতে দেবো না।
|আরো খবর
গত বুধবার (১ অক্টোরব ২০২৫) রাতে হাজীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ও চাঁদপুরের সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা, সেনাবাহিনীর ২১ বীরের অধিনায়ক লে. কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন পিএসসি-এর উপস্থিতিতে জেলা প্রশাসক আরো বলেন, গত চারদিন ধরে আমরা জেলার সকল পূজামণ্ডপ পর্যবেক্ষণ এবং নিজেরা পরিদর্শন করে দেখতে পেয়েছি যে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। প্রতিটি মণ্ডপে হাজারো মানুষ কেউ পূজায় অংশগ্রহণ করছেন, কেউ আনন্দ করছেন, কেউ আবার উপভোগ করছেন। সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। এতেই প্রমাণ করে, আমরা কতোটা শান্তিপ্রিয় ও উৎসবমুখর।
হাজার হাজার ভক্তের উপস্থিতিতে জেলা প্রশাসক আরো বলেন, বিজয়া দশমীতে যথাসময়ে দেবী দুর্গা বির্সজন দেবেন। আপনারা হিন্দু ধর্মাবলম্বীগণ দেশের জন্যে, সমাজের জন্যে প্রার্থনা করবেন। যাতে করে কেউ এদেশের মানুষের সম্প্রীতি নষ্ট করতে না পারে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, যুগল কৃষ্ণ হালদার, নিহার রঞ্জন হালদার মিলনসহ পূজামণ্ডপ কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এবার হাজীগঞ্জ উপজেলার ২৯টি পূজামণ্ডপে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপনসহ নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, মোবাইল টিম, ডিবি ও র্যাব, সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সতর্ক অবস্থানে রয়েছেন।।