প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬
অধ্যক্ষ এ ডব্লিউ মো. তোয়াহা মিয়ার মৃত্যুবার্ষিকী সোমবার

চাঁদপুর কলেজ সরকারি হবার পর প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালনকারী অধ্যাপক এ ডব্লিউ এম তোয়াহা মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫)। এ উপলক্ষে তাঁর পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন।
|আরো খবর
অধ্যাপক তোয়াহা মিয়া ১৯৮০ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৮৯ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনিই প্রথম এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন। দীর্ঘ সময় দায়িত্বে থেকে তিনি কলেজের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর আন্তরিকতা ও দিকনির্দেশনায় কলেজে শিক্ষার পরিবেশ সমৃদ্ধ হয়েছিল।
শিক্ষকতা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা ছিলো অসীম। অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে তিনি নিজ বাসায় রেখে পড়াশোনার সুযোগ করে দেন। শুধু ক্লাসরুমে নয়, ব্যক্তিগত উদ্যোগেও তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেন।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের সরখাল গ্রামের চৌধুরী বাড়িতে জন্ম নেওয়া মো. তোয়াহা মিয়া ছিলেন এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অন্যতম পথিকৃৎ। তাঁর স্মরণে ১৯৯৪ সালে নিজ গ্রামে ‘এ ডব্লিউ মো. তোয়াহা মিয়া সেতু’ নির্মাণ করা হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘এ ডব্লিউ মো. তোয়াহা মিয়া স্মৃতি পাঠাগার’।
১৯৯৭ সালের ২৯ সেপ্টেম্বর অধ্যাপক তোয়াহা মিয়া মৃত্যুবরণ করেন। তাঁর ২৭তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বাড়ির পাশের স্থানীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।