প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪
মতলবে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, ডা. রাজন কুমার দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিূুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, মতলব জগন্নাথ দেব মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক গণেশ ভৌমিক, সদস্য সচিব সুকুমার ঘোষ, সাংবাদিক নিমাই চন্দ্র ঘোষ, উপজেলা মহাজোটের সভাপতি মদন সাহা প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার মতলব দক্ষিণ উপজেলায় ৩৪টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।