মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮

অটোবাইক যখন ছিনতাইকারীদের টার্গেট

অনলাইন ডেস্ক
অটোবাইক যখন ছিনতাইকারীদের টার্গেট

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে প্রকাশ্যে অটোবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার সহযোগিতায় মলম পার্টির এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে ছেংগারচর বাজারে ফলের বাজারের সামনে ঘটনাটি ঘটেছে। সাদুল্যাপুর কবির মেম্বার বাড়ির মৃত ইউসুফ প্রধানের পুত্র মুসলিম মিয়া (৫৪) অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে পাঁচজন মলম পার্টির সদস্য বেলতলী এলাকা থেকে ছেংগারচর বাজারে আসার জন্যে মুসলিম মিয়ার অটোবাইক ভাড়া করে। বাজারের কাছাকাছি এসে তিনজন নেমে যায়। এ সময় তারা কৌশলে মুসলিম মিয়াকে কলা ও পানি খেতে দেয়। পরে বাজারে পৌঁছে দু সদস্য তাকে এক হাজার টাকার নোট দিয়ে এক কেজি আঙ্গুর কিনতে বলে। মুসলিম মিয়া দোকানে ঢুকে আঙ্গুর কিনতে গেলে তারা অটোবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। মুসলিম মিয়া ‘চোর চোর’ বলে চিৎকার করলে ছেংগারচর বাজার চৌরাস্তায় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মলম পার্টির সদস্য সিরাজ মিয়া (৬২)কে আটক করে। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানাধীন পূর্ব চরমোদ মতাহার বাবর আলী বাড়িতে। জনতা আটককৃতকে গণধোলাই দিলে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোবাইকসহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মুসলিম মিয়াকে স্থানীয়রা অচেতন অবস্থায় দেখতে পায়। পুলিশ তাকে চিকিৎসার ব্যবস্থা করে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এটি একটি পরিকল্পিত মলম পার্টির ছিনতাই চক্রান্ত ছিলো। স্থানীয়দের সহযোগিতায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। অটোবাইকটিও উদ্ধার করা হয়েছে। মুসলিম মিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে এবং বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণে অটোবাইক বা ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা একের পর এক ঘটে চলছে। এর আগে হাজীগঞ্জ ও কচুয়ায় এই ছিনতাইয়ের ঘটনা বেশি লক্ষ্য করা গেছে। তবে প্রায় সকল ছিনতাইয়ের ঘটনা রাতের বেলাই ঘটেছে। কিন্তু মতলব উত্তরে শনিবার প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের অপচেষ্টা ঘটায় অটোবাইক চালকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অধিকাংশ ছিনতাইয়ের ঘটনায় চালককে হত্যা করায় এমন ছিনতাই ভয়াবহ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেও সিএনজি অটোরিকশা এ মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনা দেখা গেছে। এখন সেটা কমেছে। ছিনতাইকারীরা এখন অটোবাইককেই প্রধান টার্গেটে পরিণত করেছে। মতলব উত্তরে ধৃত ছিনতাইকারীকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিন্ডিকেটের সবাইকে ব্যাপক ধরপাকড় করলে এবং কঠোর ব্যবস্থা নিলে অটোবাইক ছিনতাইয়ের ঘটনা কমতে পারে বলে আমরা মনে করি। একই সাথে অটোবাইক চালকদের ব্যক্তিগত সতর্কতাও এ ছিনতাই রোধে বিরাট ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়