প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪
কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ 'জানালা'র মোড়ক উন্মোচন
জানালা মানুষকে সুন্দর স্বপ্ন দেখায়, কল্পনার জগতে নিয়ে যায়
------------- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত

দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি গীতিকার ও লেখক কবির হোসেন মিজি সম্পাদিত, চাঁদপুর থেকে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ জানালা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি, চাঁদপুরের মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে-এর মোড়ক উন্মোচন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
|আরো খবর
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, সাহিত্য একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী। চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত, প্রকাশনা নিয়ে অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করেন জানালার সম্পাদক কবির হোসেন মিজি, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (গবেষক) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, কবি ও লেখক নুরুন্নাহার মুন্নি, চাঁদপুর সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম, সাধারণ সম্পাদক সাদ আল-আমিন, সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য মনিরুজ্জামান বাবলু, লেখক এইচ এম জাকির, কবি ইমরান শাকির ইমরু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ লেখক আব্দুল গণি, জানালার সহ-সম্পাদক আলমগীর হোসেন আচঁল, চাঁদপুর সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক কাজী সাইফসহ অন্যান্য সুধীজন। জানালা শিরোনামে স্বরচিত গীতিকবিতা পাঠ করেন, এএম সাদ্দাম হোসেন ও আধুনিক গান পরিবেশ করেন কবি ইসমাইল হোসাইন।