রবিবার, ২৪ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৮:৩৬

এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কে করলো কার বিরুদ্ধে?

অনলাইন ডেস্ক
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কে করলো কার বিরুদ্ধে?

মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয়দের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। নদীভাঙ্গন বৃদ্ধি, ফসলি জমি হারানোর শঙ্কা এবং বসতবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আতঙ্কে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী। এসব অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় ষাটনল ইউনিয়নের কনু মার্কেটে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ষাটনল ইউনিয়ন কৃষক দল। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু সহ আরো অনেকেই।

ব্যারিস্টার ওবায়েদুর রহমান টিপু বলেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর ভাঙ্গন দিন দিন বেড়ে চলেছে। বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো মানুষ। বালু উত্তোলনের কারণে আমাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ফসলি জমি নষ্ট হচ্ছে। এই দুর্বিষহ অবস্থার হাত থেকে রক্ষা পেতে চাই। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসককে উকিল নোটিস করা হয়েছে। ব্যবস্থা না নিলে আইনী পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং এই অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করবে। উপজেলাবাসীর অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।

এটা ওপেন সিক্রেট যে, মতলব উত্তরে মেঘনা ও ধনাগোদা নদী থেকে কে বালু উত্তোলন করছে। আগে করতো একটি বড়ো দলের আশ্রয়-প্রশ্রয়প্রাপ্ত লোকজন, ২০২৪ সালের ৫ আগস্টের পর করছে আরেকটি বড়ো দলের তেমন লোকজনই। প্রতিবাদ করতে পারতো আদর্শের ধ্বজাধারী অপেক্ষাকৃত ছোট সংগঠনের লোকজন। কিন্তু তারাও চুপ। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় আগে সেলিম খান গং বালু উত্তোলন করতো, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতার হাতে নিজ পুত্রসহ সেলিম খানের মৃত্যুর পর বালু উত্তোলন কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে? মোটেও নয়। মতলব উত্তরে এমপি মায়া চৌধুরীর পর নুরুল আমিন রুহুল এমপি হয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে হুঙ্কার দিলেন, ক্ষতিগ্রস্তদের পক্ষে কণ্ঠ মেলালেন। তারপর তিনি চুপ হয়ে গেলেন। আমরা বিশ্বাস করি, কেন্দ্রীয় কৃষক দল নেতা ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যেভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্তদের পক্ষে কথা বললেন, জেলা প্রশাসককে নোটিস করার কথা বলে আইনি মোকাবেলার হুঙ্কার দিলেন, তিনি তাতে অটল অনড়ই থাকবেন। যদিও সমালোচকরা বলছেন, বস্তুত এই মানববন্ধন ও সমাবেশ কে কার বিরুদ্ধে করেছেন? আমরা মনে করি, তিনি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের দলীয় পরিচয় বা কোন্ দলের আশ্রয়-প্রশ্রয়প্রাপ্ত সেটা মাথায় না রেখেই বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নৈতিক দৃঢ়তায় ও অটুট মনোবলে তিনি জনস্বার্থ রক্ষার অনুকূলে শেষ পর্যন্ত অবস্থান নেবেন-সেটাই প্রত্যাশা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়